
পাটকেলঘাটা প্রতিবেদক :পাটকেলঘাটার কুমিরা ইউপির ভাগবাহ গ্রামে পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গিয়ে শরীকদের বাঁধার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা তৌহিদুজ্জামান মোল্লা । এ ঘটনার প্রতিকারে চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী। তৌহিদুজ্জামান একই এলাকার আ. গফফার মোল্লার ছেলে ।
সরোজমিনে গেলে তৌহিদুজ্জামান মোল্লা অভিযোগ করে বলেন , তিনি জন্ম লগ্ন থেকেই তিনি ওই বসতভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি তার রান্নাঘর ভেঙে গেলে তিনি গোয়ালসহ রান্নাঘর একসঙ্গে নির্মাণ শুরু করলে তাতে বাধা দেয় পার্শ্ববর্তী গফুর মোল্লা। ওই সময়ে গফুর মোল্লা তার ৫ পুত্রকে সঙ্গে নিয়েঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপরে উভয়পক্ষে বাকবিতণ্ডার একপর্যায়ে গ্রামবাসীর হস্তক্ষেপে কাজ বন্ধ রাখা হয়। এ ঘটনায় তিনি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, কুমিরা ইউনিয়নের ভাগবা স্কুলের পূর্ব দিকে ইসলামকাটি মৌজার ৫৫ নম্বর এসে খতিয়ানের . ২০৯ নম্বর ডিপি খতিয়ানের জে এল নং ৬১ এর সাবেক দাগ ১১৯ ও হাল দাগ ৪০৫ এর দশ কাটা জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন ভুক্তভোগী তৌহিদুজ্জামান মোল্লা। জমিটি তাদের দখলে থাকলেও সম্প্রতি তিনি সেখানে গোয়াল ঘর নির্মাণ শুরু করলে শরীকরা বাধা দেন। পরে গ্রামবাসী তাদের কাজ বন্ধ রাখার পরামর্শ দেয় ।স্থানীয়রা আরো জানান, বিষয়টি মীমাংসার জন্য প্রশাসনের সক্রিয় পদক্ষেপ জরুরি, না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে।
গোয়াল ঘর নির্মাণে কেন বাঁধা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে বাঁধা প্রদানকারী গফুর মোল্লা এই প্রতিবেদককে জানান, ওটা আমাদের জায়গা তাই বাঁধা দেওয়া হয়েছে ।