
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সামাজিক বনায়নে সপ্তাহব্যাপী অনির্বাণ লাইব্রেরী’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী থানা চত্ত্বর হতে শুরু হয়েছে। ” দাও ফিরিয়ে সে অরণ্য, লউ এ নগর, লউ যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর হে নব সভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপোবন পুন্নচ্ছায়ারাশি ” – শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে থানা চত্ত্বরে বৃক্ষরোপর কর্মসূচীর উদ্বোধণ করেন থানা অফিসার ইনচার্জ এজাজ শফী।
এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, এস আই গোপাল চন্দ্র কুন্ডু, এসআই অখিল রায়, অনিষ মন্ডল, পলাশ কনঃ জিল্লুর রহমান, তরিকুল ইসলাম শুভ, সাংস্কৃতিক সম্পাদক গৌরাঙ্গ বিশ্বাস, জাকির হোসেন, তপন দেবনাথ সহ থানা এবং অনির্বাণ লাইব্রেরীর কর্মকর্তা বৃন্দরা।