আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার ৫টি ও সদরের ফিংড়ী ইউনিয়নের প্রান্তিক উপকারভোগিদের সাথে স্থানীয় সরকারের সদস্যদের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক সংলাপ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১ টায় পল্লী চেতনা নারী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ইউকে এইড এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লী চেতনা জোড়দিয়া সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান। পল্লী চেতনার পরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন, পল্লী চেতনা পরিচালক আনিছুর রহমান। পল্লী চেতনা ও আপেল প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী আকমল হোসেন। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য এস এম হুমায়ুন কবির, ইউপি সদস্য সাংবাদিক আবু ছালেক, ইউপি সদস্য জাহিদুজ্জামান বাবু, মহিলা মেম্বার ছালমা খাতুন, স্বপ্না রায়, সাবেক মেম্বার আঞ্জুমান আরা মিনি, সাংবাদিক মিল্টন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরের ফিংড়ী, আশাশুনির বুধহাটা, কুল্যা, কাদাকাটি, দরগাহপুর, বড়দল ও খাজরা ইউনিয়নের প্রান্তিক উপকারভোগিরা অংশ গ্রহন করেন।