নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সমাজসেবক মোঃ তারিকুল ইসলামের পিতা ওমর হালদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৯ জুন) দুপুর ১২ টায় বার্ধক্যজনিত কারনে ৮৫ বছর বয়সে নলতাস্থ নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম ওমর হালদার সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র চাচা। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার আসরের নামাজের পর নলতা শরীফ শাহী জামে মসজিদে তার নামাজে জানাজা এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নলতার সমাজসেবক তারিকুলের পিতা আর নেই
পূর্ববর্তী পোস্ট