নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কৃতি-সন্তান বাংলাদেশের ১৫ বারের দ্রুততম মানবী শিরিনা আক্তারকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দ্রুততম মানবী শিরিনা আক্তার, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ। এসময় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্রুততম মানবী শিরিনা আক্তারকে শুভেচ্ছা উপহার ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুর ইসলাম গাজী, ডিবি ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের উর্দ্ধতন কর্মকর্তা মো. আবু তালেব, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক পঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, দ্রুততম মানবী শিরিনা আক্তার’র বোন তাসমিরা পারভীন ও মনিরা পারভীন প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের সদস্য, ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।