
ডেস্ক রিপোর্ট: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। গত সরকারের আমলে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে যোগ দিয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর চাকরি হারান এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি।মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একদল যুবক। দুপুরের পর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা হেচড়া করছেন। এসময় সিদ্দিকে পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি।’এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিনেতা সিদ্দিকুর রহমানের উপর হামলা ও তাকে পুলিশে সোপর্দ করার একটি সংবাদ শেয়ার করে জ্যোতি লেখেন, ‘প্রতিবাদ আর ঘৃণা জানিয়ে কোন লাভ নাই জানি। কেবল মনে হচ্ছে দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিন দিন! ছিঃ’।