
তরিকুল ইসলাম:
সাতক্ষীরার দেবহাটা উপজেলা সমিতি ঢাকার পিকনিক আগামী ১০ মার্চ শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের (কলাতিয়া-তারানগর) শ্যামল বাংলা রিসোর্টে অনুষ্ঠিত হবে।
এই পিকনিককে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকার দেবহাটা উপজেলাবাসী। পিকনিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, হরেক রকমের খাবারের আয়োজন সহ বিভিন্ন বিনোদনের আয়োজন থাকছে।
এই পিকনিকটি ঢাকাস্থ দেবাহাটা উপজেলাবাসীর মিলন মেলা ও সৌহার্দ্যপুর্ণ নিবিড় মতবিনিময় হবে বলে পিকনিক আয়োজোক কমিটি মনে করেন। পিকনিক কমিটি ঢাকাস্থ দেবহাটাবাসীর উপস্থিত ও অংশগ্রহণ কামনা করেছেন।