
ওমর ফারুক মুকুল: সরকারের দেয়া লকডাউন সফল করতে দেবহাটা উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। বৃহস্পতিবার(১জুলাই) সকালে দেখা যায় দেবহাটা থানা পুলিশ কঠোর অবস্থান নিয়ে তল্লাশি চৌকি বসিয়ে কোন যানবাহনকেও ছাড় দিচ্ছে না। এ ছাড়াও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্য বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে টহল দিচ্ছে।
সড়ক গুলোতেও পুলিশের চেকপোস্টের কারণে ভেস্তে যায় অপ্রয়োজনীয় যানবাহন ও মানুষের চলাচল। কুলিয়া, পারুলিয়া, গাজীরহাট, সখিপুর সহ গুরুত্বপূর্ন স্থান গুলোতে প্রধান সড়কের উপর ব্যারিকেড দিয়ে অযাচিত যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাতে দেখা যায় পুলিশ সদস্যদের। গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। এছাড়া অতি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকেও ফিরিয়ে দিচ্ছে পুলিশ।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, করোনা সংক্রমণ এড়াতে লকডাউন বাস্তবায়নে পুলিশের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে পাওয়া গেলে বা মাস্ক বিহীন কাউকে পাওয়া গেলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, সরকারের নির্দেশ পালনে আমরা জনগনের স্বার্থে কাজ করে যাচ্ছি। কেউ যদি আমাদের নির্দেশ অমান্য করে মার্কেট অথবা দোকান খোলা রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারের দেয়া লকডাউন সফল করতে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে।