
প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল ২৭ ফেব্রুয়ারী ২০২৩ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়াধীন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এবং প্রত্যাশি সংস্থা নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা কর্তৃক বাস্তবায়নাধীন “আর্সেনিকোসিস রোগীদের সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক প্রকল্পের আওতায় স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টি শীর্ষক কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, প্রকল্প পরিচালক মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ মোঃ আব্দুর লতিফ, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ জুয়েল হোসেন, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, নব জীবন এর সভাপতি তারেকুজ্জামান খান, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ), নলতা এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম, প্রকল্প সমন্বয়কারী ডঃ মোঃ আব্দুস ছালাম, ফিল্ড মনিটরিং অফিসার দেলোয়ার হোসেন, মোঃ মাহাদী হাসান, মাতিনুল হামিদ, আনোয়ার হোসেন, প্রকল্পের চিকিৎসক, সহকারী চিকিৎসক, নাসর্, বিভিন্ন জনপ্রতিনিধিসহ ৩৫ জন আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগী। স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কাউন্সিলিং শেষে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় পথ্য নিউট্রাসিইউসিক্যালস বিনামূল্য বিতরণ করা হয়।