
নজরুল ইসলাম, তালা থেকে: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। পূজার সময় এলাকা এবং মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার্থেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তালা উপজেলায় এবার ১৮৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তালা উপজেলা পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে ইউনিয়নের পূজা উদ্যাপন কমিটিগুলোকে দেওয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।
উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ মন্ডপেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। উপজেলার ১৮৯টি পূজা মন্ডপের অনুকূলে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। এ বছর তালা উপজেলার ২টি থানার অধীন ১২টি ইউনিয়নে মোট ১৮৬টি পুজামন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ধানদিয়া ইউনিয়নে ১৭টি মন্ডপে,নগরঘাটা ইউনিয়নে ০৯টি মন্ডপে, সরুলিয়া ইউনিয়নে ১০টি মন্ডপে, কুমিরা ইউনিয়নে ১৩টি মন্ডপে, তেঁতুলিয়া ইউনিয়নে ০৮টি মন্ডপে, তালা সদর ইউনিয়নে ২২টি মন্ডপে, ইসলামকাটি ইউনিয়নে ২০টি মন্ডপে, মাগুরা ইউনিয়নে ১০টি মন্ডপে, খলিষখালী ইউনিয়নে ২০টি মন্ডপে, খেশরা ইউনিয়নে ১৪টি মন্ডপে, জালালপুর ইউনিয়নে ১৩টি মন্ডপে ও খলিলনগর ইউনিয়নে ২০টি পুজামন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।
তালা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও প্রশাসনের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি। করোনাকালীন দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানার, পূজার সময় আইন শৃঙ্খলা রক্ষায় পূজা মন্ডপের বাইরে এলাকায় সার্বক্ষণিক টহল অব্যাহত থাকবে।
এদিকে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি এবং তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
জনগনের চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দূর্গা পূজা হিন্দু স¤প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ¤øান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।