নজরুল ইসলাম, তালা: আগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে তালার খেশরা ইউনিয়নের ৬নং (শালিখা- তেঘরিয়া-শুভংকরকাটি) ওয়ার্ড জাতীয় পার্টির নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় বালিয়া বাজার চত্বরে চত্বরে ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. আরশাদ আলী মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহ -সভাপতি ডা. মুহা. আকরাম হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মো. আজিজুর রহমান, সিনি. সহ -সভাপতি মো. রওশন আলী সানা, সাধারন সম্পাদক মো. সকিম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী সরদার, মো. মুনছুর আলী মোড়ল, ওয়ার্ড জাপার সহ- সভাপতি মো. সোহরাব আলী মোড়ল, মো. আব্দুর রহমান মোড়ল, মো. ইয়াকুব আলী শেখ, যুবসংহতির ওয়ার্ড সভাপতি মো. ইউনুস আলী সানা, সাধারন সম্পাদক মো. আব্দুল্ল্যাহ সরদার, সাংগঠনিক সম্পাদক মো. সাকি সরদার, জাতীয়ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মুহা. দ্বীন ইসলাম মোড়ল, সহ- সভাপতি মো. মেহেদী হাসান মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. সাজু মোড়ল, প্রচার সম্পাদক মো. ফয়ছাল শেখ, দপ্তর সম্পাদক মো. সাগর শেখ, ছাত্র সমাজ নেতা মো. রবিউল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, পল্লীবন্ধুর হাত ধরে সাবেক মন্ত্রী ও বর্তমান এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্ সাতক্ষীরা মহাকুমাকে জেলায় রুপান্তর তালা, কলারোয়া কলেজ, তালা বিদে হাইস্কুল, তালা বালিকা বিদ্যালয় সরকারি করেন, আঠার মাইল থেকে পাইকগাছা ৩৩ কি: দলুয়া থেকে কলারোয়া পর্যন্ত পিচের রাস্তা নির্মান, কালভাট ব্রিজ সহ দক্ষিনপশ্চিমাঞ্চালে অভাবনীয় উন্নয়নের ফিরিস্থি তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা১ জননেতা সৈয়দ দিদার বখত্কে এমপি নির্বাচিত করলে সুশাসন উন্নয়ন অধিকার ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। তিনি জনগনের প্রতি আহব্বান জানিয়ে আরও বলেন, আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আমার হাত দিয়ে তালা ও পাটকেলঘাটায়কে পৌরসভায় রুপান্তরিত করা হবে।
তালার খেশরায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্রে নির্বাচনী পথ সভা
পূর্ববর্তী পোস্ট