
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ
তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা সরকারি হাইস্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান, অধ্যাপক আয়ুব আলী,অ্যাডভোকেট মশিয়ার রহমান,উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,এবং জেলা ছাত্রশিবিরের নেতা নাহিদ হাসান।
বক্তারা বলেন,“২০০৬ সালের পল্টন ট্র্যাজেডিতে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী শান্তিপূর্ণ জামায়াত সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে শহীদ করেন। আজও তাদের হত্যার বিচার হয়নি। অবিলম্বে সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।” তারা আরও বলেন,“পল্টন ট্র্যাজেডি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই অন্যায়ের বিচার না হলে দেশে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব।”

