আব্দুল্লাহ আল মাহফুজ: আশাশুনি উপজেলার টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি নিয়োগে অর্ধ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি ৩য় শ্রেণীর ৩টি পদের নিয়োগের জন্য জনপ্রতি ১৭ থেকে ১৮ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে। সরেজমিনে এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী নিয়োগ প্রার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। ঘটনা সূত্রে প্রকাশ, গত ১০/১১/২২০২ তারিখে টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ৩ টি শূণ্য পদে নিয়োগের জন্য দৈনিক কাফেলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে উক্ত ৩টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত শনিবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা নবারুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ উঠেছে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়েও। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাদাকাদি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস যোগসাজসে তাদের মনোনীত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ করিয়েছেন। বিনিময় হিসেবে নিয়েছেন অর্ধ কোটি টাকা উৎকোচ। অনুসন্ধানে জানা যায়, পরিচ্ছন্নতা কর্মী পদের প্রার্থী পবিত্র কুমার মন্ডল ১২ লক্ষ টাকা, নিরাপত্তা কর্মী পদের প্রার্থী দিলীপ কুমার মন্ডল ৬ লক্ষ টাকা দিয়েছেন কিন্তু সে পদে দিলীপ কুমারকে না নিয়ে সুধান্য মন্ডলের পুত্র প্রশান্ত মন্ডল কে ১৮ থেকে ১৯ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে এবং আয়া পদের প্রার্থী গোবিন্দ মন্ডলের স্ত্রী তারামনি মন্ডলকে নিয়োগের জন্য ১৭ লক্ষ টাকার চুক্তি হয়। চুক্তি মোতাবেক ইতিমধ্যে ১২ লক্ষ টাকা চেয়ারম্যান দীপকে প্রদান করেছেন তিনি। সকল পদে নিয়োগের জন্য প্রাথমিক মনোনীত ব্যক্তিদের সাথে চুক্তিকৃত বা গ্রহণকৃত টাকার পরিমান দাড়ায় প্রায় অর্ধ কোটি। এ বিষয়ে মৃত ইউনুস আলী শাহার ছেলে শাহ জাকির হোসেন বলেন, “আমি নিরাপত্তা প্রহরী পদে আবেদন করে ছিলাম। আমি চেয়ারম্যান ও তার প্রতিনিধির সাথে বলার পর তারা আমাকে জানায় ১৭ লক্ষ টাকা না হলে চাকরী হবে না। আমি ১৫ লক্ষ টাকা দিতে চাইলেও চেয়ারম্যান জানায় ১৭ লক্ষ টাকা না দিলে চাকরি হবে না। এ জন্য আমি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাই নি। অনেক আবেদনকারী পরীক্ষা দিতে যায়নি কারন তারা জানে চেয়ারম্যানের মনোনীত লোক আছে। যারা গিয়েছিল তারাও হতাশ হয়ে ফিরে এসেছে। আয়া পদের প্রার্থী কল্পনা গাইনের স্বামী নিতীশ গাইন জানান, আমার স্ত্রী আয়া পদের প্রার্থী ছিল। সে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার লিখিত পরীক্ষা ও ভাইবা ভাল হয়েছে। কিন্তু এলাকায় বিভিন্ন মহল থেকে আমরা জানতে পারছি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দীপঙ্কর কুমার দীপ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিষয়টি শোনার পর আমরা হতাশ হয়েছি। অর্থের বিনিময়ে নিয়োগ না দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মধ্য থেকে মেধা ভিত্তিক উত্তীর্ণদের নিয়োগ প্রদান করার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। এ বিষয়ে সত্যতা জানার জন্য টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ এবং প্রধান শিক্ষক বিষ্ণুপদ মন্ডল এর ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় নি।
টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদের নিয়োগে অর্ধকোটির বাণিজ্য
পূর্ববর্তী পোস্ট