
শার্শা প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। গণঅভ্যুত্থান দিবসে আরো উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম. রবিউল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা, শার্শা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ কুমার ভট্টাচার্য্য, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত
শহিদদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।