নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তরিকুল ইসলাম গুরুত্বর আহত হয়েছে। আহত তরিকুল ইসলাম ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নান সানার পুত্র। এব্যপারে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে গত ৮ মে রাত ১০টার দিকে ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আব্দুস সাত্তার সানার ছেলে আব্দুল হান্নান সানা ও তার ছেলে আতাউর রহমান সানা তরিকুল ইসলামের বাড়ির সামনে রাস্তায় একা পেয়ে বেদম মারপিট করতে থাকে। একপর্যায়ে আব্দুল হান্নান সানা কোপা বের করে তরিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও ডান হাতে কোপাতে থাকে। এসময় তরিকুল ইসলাম মাটিতে পড়ে গেলে তাকে মৃত ভেবে তারা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয়রা এসে গুরুত্বর জখম অবস্থায় তরিকুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তরিকুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, আব্দুল হান্নান সানা একজন মাদককারবারী এবং সে নিজেও মাদক সেবন করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশের এসআই মো. সোলায়মান কবীর শুক্রবার বিকালে আসামী আব্দুল হান্নান সানাকে গ্রেপ্তার করেছে।
জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তরিকুল জখম: আটক ১
পূর্ববর্তী পোস্ট