স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন টাইগার ব্যাটাররা। লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর পর অর্ধশতক হাঁকালেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে কার্টিস ক্যামফারকে পয়েন্টের ওপর দিয়ে কাট করে অর্ধশতক পূরণ করেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। একই ম্যাচে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে অর্ধশতক মিস করলেও দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই অর্ধশতক তুলে নিলেন মুশফিকুর রহিম। মাত্র ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। কার্টিস ক্যামফারের ওভারে টানা দুই চারের পর ছয়ের মারে অর্ধশতক পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটার।
অর্ধশতক হাঁকানোর ম্যাচেই অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ৭ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ম্যাচ খেলতে নেমে ৪৪তম ওভারের প্রথম বলে ক্যামফারের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৭ হাজার রান পূর্ণ করেন মুশফিক। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিপেন্ডেবল।
ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করতে মুশফিকের লেগেছে ২২৯ ইনিংস। মাইলফলক ছোঁয়ার ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করে আরও ক্ষুরধার তার ব্যাট। আইরিশ বোলারদের ওপর দিয়ে রীতিমতো স্টিমরোলার চালিয়ে ছুটছেন শতকের দিকে।
মুশফিকের আগে বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। তামিম ইকবাল বাংলাদেশিদের পক্ষে সর্বপ্রথম ৭হাজার রান করেন। আট হাজারি ক্লাবেও একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন তামিম।