চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নাগরিক ফোরাম ঘোষিত দশ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে জনমত গঠনপূর্বক নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের তাগিদে নাগরিক ফোরামের পতেঙ্গা থানার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২৫ মার্চ বিকাল সাড়ে ৩টার সময় পতেঙ্গাস্থ ফোরামের কার্যলয়ে উক্ত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রস্তাবিত দশ দফা বাস্তবে বাস্তবায়ন হলে চট্টগ্রামের উন্নয়ন চিত্র পাল্টে যাবে। চট্টগ্রাম বাসির স্বার্থে চট্টগ্রাম বন্দরে লোক নিয়োগে অগ্রাধিকার দেওয়া ও সিটি কর্পোরেশনকে উন্নয়নের জন্য বন্দর থেকে ৫% সার্ভিস চার্জ প্রদানসহ চট্টগ্রামের মাষ্টার প্ল্যান প্রনয়নের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন সাধন করা আজ সময়ের দাবী। সভায় আরও বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে জান্নাতুল ফোরদৌস – আহ্বায়ক, ওয়াহিদুল আলম চৌধুরী – যুগ্ম আহ্বায়ক, পলাশ চন্দ্র আইচ – যুগ্ম আহ্বায়ক, সৈকত মজুমদার – যুগ্ম আহ্বায়ক, জসিম উদ্দিন ভুঁইয়া – যুগ্ম আহ্বায়ক, গোলাম ছারোয়ার বুলবুল- সদস্য সচিব, ফারহানা আকতার – সদস্য, আরমান হোসেন – সদস্য, রনি আকতার – সদস্য, মো: আসাদ আহমেদ – সদস্য, সাজো খানম সামু কে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির পক্ষে বক্তব্য রাখেন- জান্নাতুল ফোরদৌস, গোলাম ছারোয়ার বুলবুল।