
মো: রাকিব, চট্টগ্রাম: দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ জামাল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি….রাজিউন)। রোববার (৩১ মে) সকাল ৬টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ জামাল আহাম্মেদের মৃত্যু ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ রুম্মান আহমেদ।
জানা গেছে, দেশের অন্যতম আরামিট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দ্ইু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ জামাল আহাম্মেদ আরামিট গ্রুপের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজনের সফল চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
মরহুমের ভাগিনা সৈয়দ ওবায়দুল কাদের রিয়াদ জানান, চিটাগাং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিত্বকারী সৈবদ জামাল আহমেদ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ কমিটিতে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কয়েক দফায় এই ব্যবসায়ীক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃ’র ম্যানেজিং ডিরেক্টর এবং আরামিট লিঃ, আরামিট সিমেন্ট লিঃ ও আরামিট থাই এ্যালুমিনিবাম লিঃ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের রাজনীতিতেও তিনি একজন পরিচিতমুখ।
সৈয়দ জামাল আহমেদের মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চেম্বার পরিচালকম-লীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন শোক প্রকাশ করেছেন।