চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করতে এসে আটক হয়েছে ইয়াসমিন তালুকদার নামে এক রোহিঙ্গা নাগরিক। গতকাল বুধবাবার সকালে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে আবেদনপত্র ইন্টারভিউ সম্পন্ন করতে গেলে আটকৃত রোহিঙ্গা নাগরিকের উপর সন্দেহ হলে, আঙ্গুলের ছাপ যাচায়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ঝঅঝ এর মাধ্যমে মায়ানমার নাগরিক হিসেবে শনাক্ত করা হয়।
এই বিষয়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা পরিচালক মো: আবু সাইদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা মর্মে স্বীকারসহ ঠিকানা ও পিতা-মাতার নাম ভুয়া বলে স্বীকার করে। আটকৃত রোহিঙ্গাকে ডাবলমুরিং থানায় সোপর্দ করা হয়।