
মুরাদ হোসেন বিপ্লব: চট্টগ্রামের দেওয়ানহাট রেললাইন সংলগ্ন মনির ম্যানশনের দ্বিতীয় ও তৃতীয় তলার গুদাম হইতে গত ১৬ই আগস্ট ২০২০ইং রবিবার দুপুর বেলায় কিছু পিপিসি পাইপ ও পাইপের অংশকৃত মালামাল চুরি করেন মাজেদ হোসেন (৪২) নামের একব্যক্তি। উক্ত বিষয়টি তৎক্ষণাৎ জানতে পেরে উক্ত গুদামের মালিক মোহাম্মদ এম এ হোসেন বিষয়টি সাথে সাথে ডবলমুরিং থানাকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে থানা থেকে একটি মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা তদন্তপূর্বক মাল ভর্তি পিকআপটি ১৯ই আগস্ট সন্ধায় জব্দ করে থানা নিয়ে আসেন কিন্তু ১৯ তারিখ জব্দ হলেও থানায় লিখিত আপোষ নামায় উল্লেখ করেছেন ১৬ই আগস্ট জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়টি আপোষ মিমাংশা করার জন্য ১৮ আগস্ট উভয়কে থানাতে ডেকে আনেন। এখানে উল্লেখ্য যে, তাঁরা উভয়ে একই পরিবারের সদস্য ও গুদামের শেয়ার হোল্ডার বলে থানা প্রশাসন জানান। ১৬ই আগস্ট ঘটনা ঘটলেও থানা প্রশাসন রহস্যজনকভাবে ঘটনার বিষয়ে নিরবতা পালন করেন। এক পর্যায়ে বিবাদীদের পক্ষে থানা প্রশাসন অবস্থান নিয়েছেন মর্মে অভিযোগকারী মোহাম্মদ এম এ হোসেন জানান। ঘটনার সুস্পষ্ট অভিযোগ দেওয়ার পরও থানা প্রশাসন চুরির মামলা রুজু না করে উদ্ধারকৃত মালামাল সমূহ বাদীকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। মাল উদ্ধার বিষয় ১৬ তারিখ উল্লেখ করলেও প্রকৃতভাবে মাল উদ্ধার হয়েছে ১৯ তারিখ সন্ধায়। যা থানার সিসি ক্যামরায় প্রমাণ রয়েছে।
বাদী উদ্ধারকৃত মাল মামলাবিহীন গ্রহণ করবেনা মর্মে জানিয়ে দিলেও থানা প্রশাসন জোরপূর্বক উদ্ধারকৃত মালামাল সমূহ ঘটনাস্থল মনির ম্যানসনে পৌছিয়ে দেয়। বাদী এই বিষয়ে পুলিশ কমিশনার সিএমপি’র বরাবরে অভিযোগ দায়ের করবেন মর্মে জানান।