
মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রামে একত্রিশ হাজার পিস ইয়াবা সহ মোঃ আলাউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। মো: আলাউদ্দিন কক্সবাজার জেলার রামু থানার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র। গত ০৭ আগস্ট বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু সংযোগ সড়ক এর পশ্চিম পাশে সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করার সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব-৭ এর সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়িটিকে থামিয়ে দুজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় ০১ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রাকের তল্লাশি করে ট্রাকের ভিতরে থাকা ড্রাইভিং সিটের নীচে লুকানো প্রায় একত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পন্য পরিবহনের আড়ালে উক্ত ট্রাকের মাধ্যমে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মাদকব্যবসায়ীকে চট্টগ্রাম বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।