
মুরাদ হোসেন বিপ্লব: কক্সবাজারের চকরিয়া উপজেলায় হারবাং ইউপি চেয়ারম্যান মিনারুল ইসলামের নির্যাতনের শিকার হয়েছে মা-মেয়ে। গোপন সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম নির্যাতিত মেয়েকে কু-প্রস্তাব দিলে সে তাতে রাজি না হওয়ায় তাকে এবং তার মাকে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছেন চেয়ারম্যান মিনারুল ইসলাম। নিরুপায় হয়ে মা-মেয়ে মিনারুল চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এতে ক্ষুব্দ হয়ে চেয়ারম্যান মা- মেয়েকে ২৩ আগস্ট বেলা আনুমানিক ১০টায় গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেয়। পরক্ষণে একটি গরু চুরির অভিযোগ এনে ইউপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রামবাসীর সামনে তাদেরকে গরু চোর আখ্যায়িত করে কোমরে রশি বেঁধে মারধর করেন চেয়ারম্যান মিনারুল ও তাঁর লোকজন। ইতোমধ্যে রশি বেঁধে মারধর করার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে।
এমন নিকৃষ্ট কাজের জন্য চেয়ারম্যান মিনারুল ইসলামের শাস্তির জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসি।