
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার জেলার অন্তর্গত আশাশুনি থানাধীন খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম সহ তিনজনের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্য দুইজন আনারুল ইসলাম ও তার পুত্র মোস্তাকিম হোসেন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগের তীর গদাইপুর গ্রামের মৃত লালচাঁদ মোল্লার পুত্র আসাদুজ্জামান ও খোদাবক্স সরদারের পুত্র আব্দুল মজিদ সরদার, শাহিনুর সরদার, মনিরুল সরদার সহ ১০/১২ জন অনুসারীদের দিকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার (৯ ই সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় গদাইপুর মৎস্য সেটে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আসাদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও খাস জমি কেন্দ্রিক ডিসিআর বাণিজ্য করে আসছিলেন। ঘটনার দিন সকালে কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম এবং অন্যান্য ভুক্তভোগীরা আসাদুজ্জামানের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামানের হুকুমে তার অনুসারীরা গাদাইপুর মৎস্য সেটে শত শত মানুষের মাঝে অতর্কিত হামলা চালায়।
হামলায় কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান এবং তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত অপর দুইজন আনারুল ইসলাম ও তার পুত্র মোস্তাকিম হোসেন তারাও ব্যাপক মারপিটের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনসাধারণ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি জানান অভিযোগ এখনো পায়নি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।