প্রেস বিজ্ঞপ্তি: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার বাগেরহাট জেলার মোংলা থানাধীন ‘‘ওরিয়ন গ্যাস লিঃ’’ পরিদর্শন এবং ‘ওপেন হাউজ ডে’ সভায় যোগদান করেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১৩.০০ ঘটিকায় তিনি কারখানা পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। তিনি শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ কারখানা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে অনুরোধ জানান । অহেতুক কোন প্রকার অসন্তোষে জড়িয়ে শিল্প কারখানার ক্ষতি সাধন হতে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেন । তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। এছাড়াও, শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় শিল্প প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। পরিশেষে, তিনি কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমূহ ও সিসি ক্যামেরাগুলোর অবস্থান এবং শ্রমিকের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে অত্র ফ্যাক্টরীর প্লান্ট ম্যানেজার জনাব মোঃ রওশন আলম, অ্যাডমিন জনাব মোঃ তানভীর আহম্মেদ ও পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মোহাম্মদ খায়রুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।