নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শিতলপুর গ্রামের দিনমজুর মোঃ লুৎফর রহমান সরকারি খাস খতিয়ানভুক্ত জমি বন্দোবস্ত পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৯এপ্রিল) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, আমি দীর্ঘ ৪৫ বছর যাবৎ সরকারি খাস খতিয়ানের জমি ডিসিআর নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। ডিসিআর নং- ৫৬৪৯৩/১৯ এবং ১১০৩৯/২৫। বর্তমানে একটি কুচক্রী মহলের প্ররোচণায় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত জমি আমাকে ডিসিআর দিতে চাচ্ছেন না। এমতাবস্থায় সরকারি উক্ত জায়গাটি আমি ডিসিআর না পেলে আমার পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হবে। আমার নিজস্ব কোন সম্পত্তি না থাকায় উক্ত জায়গাটি হারিয়ে আমি অসহায় এবং মানবেতর জীবন যাপন করছি। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, শিতলপুর গ্রামের মরহুম আলী গাজীর ছেলে আব্দুল বারী, জয়নুদ্দীন গাজীর ছেলে ছলেমান ও বাহাদুর গাজীসহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আমাকে উক্ত স্থান থেকে বিতাড়িত করতে পায়তারা চালিয়ে যাচ্ছে। আমি যাতে পুর্বের ডিসিআর এর চেক নং ৫৬৪৯৩/১৯ এবং ১১০৩৯/২৫ এর মাধ্যমে আবারও জায়গাটি বন্দোবস্ত পেতে পারি সেজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।