
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জন আহত হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা উত্তর পাড়ায় ব্যবসায়ী রবিনের বাড়ির সামনে মেইন সড়কে দুর্ঘটনা ঘটে। গোয়ালডাঙ্গার দিক থেকে প্রতাপনগরগামী মাহেন্দ্র ঘটনাস্থানে পৌছলে সামনের দিক থেকে আসা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোভ্যানে থাকা আনুলিয়া গ্রামের আনন্দ সরকারের কন্যা র্ঝনা রাণী সরকার ও ছোট্ট দু’টি শিশু আহত হয়। অটোভ্যান চালক কাপসন্ডা গ্রামের আকবার মড়লের পুত্র রিয়াজ হোসেনের অটোভ্যানটিরও ক্ষতিগ্রস্ত হয়। মাহেন্দ্রটি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।