পহেলা বৈশাখ
কবি সৌহার্দ সিরাজ
একাকী নির্জনে আছেন।
বাংলা সনের প্রথম দিন।
বাহিরে বসন্ত বাতাস,
এ যেনো ঝিরঝিরে হাওয়া।
কি যেনো ভাবছেন কবি
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে
কাল বৈশাখী উধাও।
তবুও ভালো নির্জনে কবি
কাল বৈশাখী কারো কাম্য নয়
ধানের ক্ষতি আমের ক্ষতি
শস্যময় মাঠের ক্ষতি।
সম্ভবত করোনার রুদ্ধশ্বাস
কবিকে চিন্তিত করেছে
ভাবিয়ে তুলেছে, এক অন্য
ভুবনে নিয়ে গেছে। কবি
নির্জনে প্রিয়তমা বধু
সামাজিক দূরত্ব মানছেন
বাহিরে জোৎস্না নেই
তবুও কবি একাকী
নির্জনতায়
হয়ত জীবনানন্দের মতো
সৃষ্টি করবেন অনন্য কবিতা
নিজস্ব মননে আঁকবেন
রূপসী বাংলার ছবি।
জয়তু সৌহার্দ সিরাজ
নববর্ষের জয় হোক
বাঙালি মননে ফের অনাবিল
শান্তি আসুক, আসুক মমতার
সঠিক বাসনা।