
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যায় টয়লেট ও ফার্মের বজ্য ফেরে এলাকা দুষিত করা ও মৎস্য প্রকল্পের ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
কুল্যা গ্রামের মৃত ঈসাহক সরদারের পুত্র ফারুক হোসেন ইকবাল বাদী হয়ে লিখিত অভিযোগে জানাগেছে, তিনি কুল্যার মোড় এলাকায় লকডাউনের মধ্যে থেকে ১.০০ এশর জমিতে গলদা, বাগদা চিংড়ী চাষ করেছেন। প্রকল্পে লক্ষাধিক টাকা বিনিয়োগ করা হয়েছে। একই গ্রামের নাসির উদ্দিন প্রতিহিংসা পরায়ন হয়ে মাছের ঘের সংলগ্ন স্থানে টয়লেট নির্মান করেছেন। এবং মুরগি ও কোয়েল পাখির খামার করে মলমূত্র ও খামারের বজ্য এবং মৃত মুরগি-পাখি ঘেরে ফেলানোয় পানি দুর্গন্ধ ও মাছের ক্ষতি হচ্ছে। পঁচা দুষিত পানি ও বজ্যের গন্ধে এলাকার পরিবেশ হুমকীগ্রস্ত হয়ে উঠেছে। বিষয়টি তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বাদী কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।