নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যায় রাতের আধারে বসতবাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে কুল্যার মোড় সংলগ্ন মৃত নছিরুদ্দিন সরদারের ছেলে রুস্তম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানাগেছে, রুস্তম সরদার ও তার পরিবার রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে সঙ্গবদ্ধ চোরের দল বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আলমারির ড্রয়ার থাকা নগদ ৩০ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি নিয়ে নেয়। চুরির শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে চোরের দল দ্রুত পালিয়ে যায়। পাড়া-মহল্লায় রাতের আঁধারে প্রতিনিয়ত এভাবে চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চোরের আতঙ্ক বিরাজ করছে। রাতে পুলিশি টহল জোরদার থাকলেও চুরির ঘটনায় হতাশ হয়ে পড়েছে স্থানীয় সচেতন মহল। বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।
কুল্যায় গভীর রাতে বসত বাড়িতে চুরি
পূর্ববর্তী পোস্ট