নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সমতা প্রকল্প ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আয়োজিত সভায় ইউপি সদস্য বশির আহমেদ টুকু এর সভাপতিত্বে মহিলা মেম্বর বিউটি কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন এলাকার নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা, রাস্তা, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়ন, কিশোর ছাত্রীদের জন্য হাইজিন কর্নার তৈরীসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসকল সমস্যা গুলো আগামী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশনে তুলে ধরে বাজেটের অন্তর্ভূক্ত করার আশ্বাস প্রদান করেন উপস্থিত নিবাচিত জনপ্রতিনিধিগন।