আশাশুনি সংবাদদাত।।
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাহাদুরপুর জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। কুল্যা ইউনিয়ন জামায়াতের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। ইউনিয়ন আমীর মাওঃ আবু ইউসুফের সভাপতিত্বে সভায় জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন প্রমুখ।