
মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরাঃ-
ঠিকাদার আব্দুল হাকিমের মালিকাধীন মেসার্স সোনালি কনস্ট্রাকশনের অধীনে খুলনার বউ বাজার এলাকায় নির্মাণাধীন ৪ তলা ভবনের তৃতীয় তলা থেকে পা পিছলে পড়ে আফজাল হোসেন নামে গুরুতর আহত ১ শ্রমিককে চিকিৎসা খরচ না দেওয়ায় ঠিকাদার হাকিমের বিরুদ্ধে ভুক্তভোগী ঐ শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের মেসার্স সোনালী
কনস্ট্রাকশনের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে মঙ্গলবার (২৮অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সহকারি ইকবাল হোসেন সহ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী আফজাল হোসেন। তবে অভিযোগ নিয়ে ঠিকাদার এবং আহত শ্রমিকের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। থানায় লিখিত অভিযোগে জানা যায় ঠিকাদার আব্দুল হাকিমের সহযোগী ইকবাল হোসেনের মাধ্যমে খুলনা বউবাজার এলাকায় তার ৪ তলা নির্মাণাধীন ভবনে কাজে লাগায়। সেখানে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা খরচ না দিয়ে ৩ দিন পর তাকে ভালো চিকিৎসার আশ্বাসে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তার পরিবারের সদস্যরা ভর্তি করে এবং গত ২৬ অক্টোবর চিকিৎসা খরচ বাবদ টাকা চাইলে দুর্ব্যবহার করে টাকা দিতে অস্বীকার করে। পরে উপায়ন্তর না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । এ ব্যাপারে ঠিকাদার আব্দুল হাকিমের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানায় খুলনায় ভর্তি থাকা অবস্থায় তাকে ১৫ হাজার টাকা দিয়েছি। পরে আমার নিকট এ বিষয়ে কেউ কিছু বলিনি বা কোন খোঁজ খবরও জানায়নি। তবে সে নিজে এই শ্রমিকের খোঁজখবর নিয়েছে কিনা সে ব্যাপারে কোন সদুত্তর মেলেনি। ঢাকা থেকে ফিরে বিষয়টি দেখবেন বলে এ প্রতিনিধিকে জানায় । আহত শ্রমিককে না দেখা এবং চিকিৎসা খরচের টাকা না দেওয়ার বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে এলাকায় ঠিকাদার হাকিমকে নিয়ে নানান সমালোচনা ,উত্তেজনা বিরাজ করছে।

