
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: নিজিস্ব ভবন না থাকায় কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিত্যাক্ত ঘোষনা করা দ্বিতল ভবনের নিচ তলায় পাহাদারের দায়িত্বে থাকা আনছার সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে বিশ্রামাগার হিসাবে থাকতে হচ্ছে ঝুঁকিপূণ ভবনে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিসের নিজিস্ব দ্বিতল ভবনটি র্দীঘদিন ব্যবহারের অযোগ্য হওযায় পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। বর্তমান দাপ্তরিক কাজ চালানোর জন্য বিদ্যুৎ ভবনের পাশে একটি ভবণ ভাড়া করে বর্তমান দৈন্যন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পল্লী বিদ্যুৎ সাব-ষ্টশনটির পাহারায় নিয়েজিত আনছার সদস্যদের জন্য ঝুঁকিপূর্ন পরিত্যাক্ত ভবনে ভঙ্গুর ছাঁদের নিচে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে। যে কোন সময় দূঘটনা ঘটলে আনসার সদস্যদের জীবন নাশের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কর্মকর্তা জিয়াউর রহমান সঙ্গে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস পাহারা দেওয়ার জন্য আনসার সদস্যদের জন্য বরাদ্ধকৃত নতুন ভবনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। জায়গা না থাকায় তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। এছাড়াও কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিসের ভবনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।