
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে জাহানার খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শাহআলম স্ত্রী।
থানা সূত্র জানাগেছে , বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় পরিবারের সকলের অগোচরে ওই গৃহবধূ নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা হতে উপ-পরিদর্শক অর্পণা রানী বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। আজ শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।