
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ৫জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু সনাক্ত হয়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো।
শনিবার কালিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার সকালে তাদের রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়।
করোনায় আক্রান্ত ব্যাক্তিরা হলো উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ রেজাউল ইসলামের স্ত্রী মুনজিলা বেগম (৩৭), তার কন্যা ফাতেমা খাতুন (১৩), নলতা ইউনিয়নের নলতা গ্রামের মৃত আব্দুল হকের পুত্র রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহিদুর রহমান (৪৩), কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন মন্ডলের পুত্র তপন মন্ডল (২৬) এবং ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামের কালিগঞ্জ হাসপাতাল সংলগ্ন আজগার আলীর পুত্র সিরাজুল ইসলাম (৫০)।
কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান গত ২৫ জুন কালিগঞ্জ উপজেলা থেকে ২৬টি নমুনা সংগ্রহ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়লেও বাকী রিপোর্ট এখনো হাতে এসে পৌছায়নি। শনিবার বিষয়টি কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমানকে জানানো হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে আক্রান্ত ব্যক্তিদের ৫টা বাড়িতে এবং লকডাউন সাইনবোর্ড ও পতাকা টানিয়ে লক ডাউন ঘোষনা করা হয়।
গত এক সপ্তাহ ধরে কালিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস রোগী দিন দিন বেড়ে চলেছে। যে কারনে উপজেলা জুড়ে সর্বত্র আতংঙ্ক বিরাজ করলেও হাট বাজারে করোনা আচারণ বিধি না মেনে চলার প্রবনতা বেড়েই চলেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসী।