আব্দুর রহিম, কালিগঞ্জ: গত শুক্রবার (১ সেপ্টেম্বর) পুকুরে গোসল করার সময় সিঁড়িতে পড়ে গিয়ে কোমরে মারাত্মকভাবে আহত হয়েছেন কালিগঞ্জের সাবেক সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। একজন সমাজ সেবক হিসেবে নির্লোভ, নিরহংকার সততা ও কর্ম নিষ্ঠার সাথে প্রায় ৩০ বছর জনসেবায় আত্মনিয়োগ করে জীবন কাটিয়েছেন। মো. শাহাদাত হোসেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ থেকে সম্ভবত ১৯৭২-৭৩ সাল থেকে তিন তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৮৬ সালে কালিগঞ্জ উপজেলায় প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছিলেন। তিনি সম্ভবত ১৯৯৬ সালে কালিগঞ্জ দেবহাটা সংসদীয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ষিয়ান সমাজসেবক ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ সদস্য ৩০ বছর দীর্ঘ সময় জনসেবায় কাটিয়েছেন। তার বর্তমান বয়স ৭৬ বছর। সকল মানুষকে দিয়েছেন সেবা পেয়েছেন অজস্র ভালোবাসা। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন কালিগঞ্জ উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গ।