
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত “ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫”-এ ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে পদক পেয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাচা সেবা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অ্যাডভোকেট শেখ মো. আমির হামজা উদপতী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সাবেক আমলা ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। “বর্তমান প্রেক্ষাপটে সু-শাসন প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভার পর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে এ পদক তুলে দেওয়া হয়।
উল্লেখ্যঃ মীর তাজুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলোয়াড় তৈরিতে অবদান এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রীড়া সংস্কৃতির প্রসারে কাজ করে আসছেন।