নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনলাইন ওয়েবসাইট খুলে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। তবে এবার খোদ এক ওসিকেই জিম্মি করে চাঁদাবাজি চেষ্টা অভিযোগ উঠেছে নামসর্বস্ব ওয়েবসাইটের কথিত সম্পাদকের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, দৈনিক সোনার বাংলাদেশ নামের অনিবন্ধিত ও বে-আইনী ভাবে চলা একটি অনলাইন নিউজ পোর্টালের কথিত সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদার। পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাদ সরদারের ছেলে তৃতীয় শ্রেণী পাশ আল আমিন সরদার। নাম সর্বস্ব কয়েকটি প্রিন্ট পত্রিকায় কাজের কথা স্বীকার করলেও বর্তমানে কোন পত্রিকার সাথে জড়িত নন বলে জানিয়েছেন। সম্প্রতি পুলিশের আইজিপি বরাবর একটি আবেদনের প্রেক্ষিতে আবারও সক্রিয় হয়ে ওঠে আল আমিন সরদার। জানা যায় পিরোজপুরের মঠবাড়িয়া থানার জনৈক মহিলা তৎকালনি অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদলকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন আইজিপি বরাবর। সেই অভিযোগ ও জনৈক মহিলার কাছ থেকে একটি ভিডিও বার্তা পুঁজি করে বর্তমানে শ্যমনগর থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলামের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। সম্প্রতি আল আমিন সরদারের ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায় তিনি খালিগায়ে জনৈক ব্যক্তিকে এই ঘটনার কথা বলে বলছেন যে এবার ওসির কাছ থেকে টাকা নিবো। এরপর তিনি উচ্চস্বরে হাসতে থাকেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল জানান, ‘ওই অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযোগটি বাতিল করা হয়েছে।’ অন্যদিকে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার কথিত সম্পাদক ও প্রকাশক আল আমিন সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সব অভিযোগ সত্য নয়। আমি কখনো টাকা চেয়ে কোন কথা বলি নাই। ওসির সাথে অনেক কথপোকথন আমার কাছে সংগৃহীত আছে। এছাড়াও তিনি কয়েকজন সাংবাদিকের নাম করে ভীতি দেখানোর চেষ্টা করেন।’
এবার ওসির কাছেই টাকা চাওয়ার অভিযোগ কথিত সাংবাদিকের বিরুদ্ধে
পূর্ববর্তী পোস্ট