
স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার এক ম্যাচে ৫০০ রানের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ ওভারের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।
রোববার (২৬ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের দেয়া ২৫৯ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় প্রোটিয়ারা। ডি ককের দ্রুততম সেঞ্চুরি ও রেজা হেন্ড্রিকসের বিধ্বংসী ফিফটিতে তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ঠিক ২৫৯ রান।
যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের দেয়া ২৪৩ রান তাড়া করে এ রেকর্ড নিজেদের দখলে রেখেছিল অস্ট্রেলিয়া।