প্রেস বিজ্ঞপ্তি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এরপর প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগ এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ প্রতিশ্রুতি প্রয়োজন। বৃহস্পতিবার খুলনা সি এস এস আভা সেন্টার এ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’, ‘ কোষ্টাল ভয়েজ অফ বাংলাদেশ’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ‘ আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক মত বিনিময় সভা থেকে এই দাবি জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারী, খুলনা জেলা জাতীয়তাবাদী দল এর যুগ্ম- আহ্বায়ক কে. এম. আশরাফুল আলম নান্নু, জাতীয় পার্টি খুলনা শাখার সহ- সভাপতি তৈমুর হোসেন শাহীন, ওয়ার্কার্স পার্টি খুলনা শাখার সাধারণ পরিষদের সদস্য সম্পাদক দেলোয়ার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ খুলনা জেলা শাখার আহ্বায়ক জনার্দন দত্ত, সি পি বি এর সাধারন সম্পাদক এস এ রশীদ প্রমুখ। খুলনা কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি খায়রুজ্জামান কামাল, খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, পি পি নারী ও শিশু ট্রাইব্যুনাল খুলনা এর এড. জহিরুল ইসলাম পলাশ, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম এর সাধারন সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলা এর বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুলসহ শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।