
জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার তামাশা শুরু করছে। বিএনপি যখন কোনো কর্মসূচি ঘোষণা করে, তখন কাদের সাহেবরা শান্তি মিছিলের নামে অশান্তি করেন।’ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ এ আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘কাদের সাহেব সব সময় বলেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নেই। আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করেন। এখন আবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের ফ্যাসিবাদী সরকারের নির্দেশে জামিন দেওয়া হচ্ছে না। কারণ তিনি ২৪ ঘণ্টা নয়াপল্টন থেকে সারাদেশে দলীয় কার্যক্রম পরিচালনা করেন।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, মহিলা দলের আফরোজা আব্বাস, ওলামা দলের অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।