
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানর ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই নাজিম উদ্দীন সিআর-২২৪/১৭ ও ২২৯/১৮ (ওয়ারেন্ট) আসামী কুড়িকাহুনিয়া গ্রামের আবুল কালামের পুত্র রবিউল ইসলামকে এবং এএসআই দেবাশিষ মন্ডল সিআর-১২৭/১৮ (ওয়ারেন্ট) আসামী বুড়িয়া গ্রামের হাতুলাল মাঝির পুত্র অসীম কুমার মাঝিকে গ্রেফতার করেন।