সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি সেবাশ্রমে শতশত পূর্ণার্থীদের সমাগমে হোম যজ্ঞ, গুরু পূজা ও দেশের মঙ্গল কামনায় হরিনাম সংকীর্ত্তনের মধ্য দিয়ে ভাদ্র মাসের পূর্নিমা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সেবাশ্রমের গুরু মন্দিরে অধ্যক্ষ স্বামী বিশ্বপ্রাণানন্দজি মহারাজের পৌরহিত্যে জগতের মঙ্গল কামনায় পবিত্র হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়। এরপর আশাশুনি সেবাশ্রমের প্রতিষ্ঠাতা জগৎ গুরু শ্রী শ্রী প্রণবানন্দজী মহারাজের গুরু বন্দনা ও গুরু পূজা এবং দেশের মঙ্গল কামনায় হরিনাম সংকীর্ত্তন করা হয়। সব শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভাদ্র মাসের পূর্ণিমা উৎসবের সমাপ্তি হয়। পূজা বন্দনায় শতশত পূর্ণার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।