
আকরামুল ইসললাম: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কামালকাটিতে শালখালী খাল ও মরিচ্চাপ নদী পুনঃখননে বাধা সৃষ্টি, খননকাজে নিয়োজিতদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় মহিলা ইউপি সদস্য মমতাজ খাতুন (৪২) ও তার ছেলে মহিউদ্দীনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে কামালকাটি বাজার সংলঘ্ন শ্মশানঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মমতাজ খাতুন উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কান্দুড়িয়া গ্রামের কাছেদ আলীর স্ত্রী।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, শালখালী খাল ও মরিচ্চাপ নদী পুনঃখননে বাধা সৃষ্টি, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের কাছে দুইলক্ষ টাকা চাঁদা দাবী ও খননকাজে নিয়োজিতদের ওপর হামলা ও মারপিটের অভিযোগে ইউপি সদস্য ও তার ছেলেকে আটক করা হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফিরোজ তালুকদার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, ওই মামলার আসামী মহিলা ইউপি সদস্য মমতাজ খাতুন ও তার ছেলে মহিউদ্দীন। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।