
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বানভাসী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে প্লাবিত অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ প্রদান করেছেন। তারই অংশ হিসাবে ইউনিয়নের সকল ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এসময় ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য ইয়াছিন আলি, সাবেক ইউপি সদস্য কামরুল হুদা মিলন, ঠিকাদার আব্দুস সালামসহ রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।