
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে আশাশুনি থানা পুলিশিং ফোরামের আয়োজনে থানা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় থানা চত্ত্বরে যেয়ে শেষ হয়। থানা অফিসার ইনচার্জ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় ‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’’ প্রতিপাদ্য বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি (তদন্ত) ইমারত হোসেন, আশাশুনি সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দীপ, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, বড়দল কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক তরুন কুমার সানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম সাহেব আলী সহ থানা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।