
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবীর বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি কার্যকর করার কাজে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনশৃংখলা রক্ষা, সামাজিক ও মানবিক কাজে সাংবাদিকদের সহযোগিতা সব সময় আমরা পেয়েছি। সাংবাদিকদের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকলে উপজেলা তথা রাষ্ট্রের যথেষ্ট উপকারে আসবে। তিনি আশাশুনির সাংবাদিকদের নিষ্ঠা, নৈতিকতা, সাহসিকতা ও সুন্দর আচরণের প্রশংসা করেন। উপস্থিত প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ সকল সাংবাদিকবৃন্দ ওসি গোলাম কবিরের দায়িত্বশীলতা, অসহায় মানুষের সাথে সাবলীল আচরণ এবং আইন শৃয়খলা রক্ষায় অবিচল ভূমিকার প্রশংসা করে তার কর্মকান্ডের সফলতা কামনা করেন।