
সচ্চিদানন্দদেসদয়: আগামী ৩০ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি জি এম আল-ফারুকের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, খাজরা ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদপ্রার্র্থী আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী কাউন্সিলে কোন সিলেকশান নয় গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের মতামত ব্যক্ত করবেন। কোন ষড়যন্ত্র তারা মেনে নেবেননা। কাউন্সিলাররা যাকে ভালো জানেন এবং বোঝেন তাকে ভোট দিলে যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে এবং দলকে সুসংগঠিত করা যাবে। আমি নির্বাচিত হতে পারলে দলকে শক্ত অবস্থানে নিতে যা কিছু করার দরকার করবো। কাউন্সিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নিজেকে নিয়ে ব্যস্ত, তাদের দ্বারা দল ও কর্মী-সমর্থকদের কোন উপকার হয়না, ঘর থেকে বের হয়ে বাইরের জগতে সাধারণ মানুষ ও কর্মীদের সাথে মিলেমিশে মানুষের কল্যাণে কাজ করতে পারবে যারা তাদেরকেই ভোট দিয়ে জয়ী করাতে হবে। তৃণমূল না থাকলে দল থাকেনা, তৃণমূলের ভোট নিয়েই দল গঠন করতে হয়। তিনি বলেন, দীর্ঘদিন সকলে মিলেমিশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়না। আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারলে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়সাধন করব। স্থায়ী কার্যালয় নির্মান করব। প্রত্যন্ত এলাকার মানুষ আশাশুনি এসে হয়রানির শিকার হলে নেতাকর্র্র্র্র্মীদের সাথে নিয়ে আমরা প্রতিহত করব। প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ের জন্য সর্বাত্মক সহযোগিতা করবো। এসময় তার সফর সঙ্গীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা দ্বীনেশ মন্ডল, ইউপি সদস্য হোসেন আলি, রজব আলি, বাপ্পী, খায়রুল, হেলাল, আঃ লতিফসহ আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।