সাতনদী ডেস্ক: সাতক্ষীরার প্রথিতযশা সাংবাদিক, সমাজকর্মী ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর ৬১ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার তালা ও আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আশাশুনি ব্যুরো সচ্চিদানন্দদেসদয় জানান, শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশাশুনি প্রেস ক্লাব ও প্রথম ভাষা শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংসদের আয়োজনে কর্মসূচির শুরুতে প্রবীন সাংবাদিক কল্যাণ ব্যানার্জীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রধান অতিথি আশাশুনি সদরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি এস এম হোসেনুজ্জামান হোসেন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংসদের সভাপতি সচ্চিদানন্দদে সদয়, প্রভাষক আশিকুজ্জামান, হাসান ইকবাল মামুন, গোলাম মোস্তফা, জাকির হোসেন, শেখ বাদশা, বাহবুল হাসনাইন, শেখ আরাফাত, ইয়াছিন আরাফাত ডেনিশ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী ও তাঁতীলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি চেয়ারম্যান হোসেনুজ্জামান।
এছাড়া শুক্রবার বিকালে বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, বিশিষ্ট সমাজ সেবক আমিনুর রহমান, সাংবাদিক হাসান ইকবাল মামুন, মইনুল ইসলাম, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, ইয়াছিন আরাফাত ডেনিস, সদস্য ফারুক হোসেন, বাবুল হোসেন, খায়রুল ইসলাম, আমিনুর গাজী, গৌতম ব্যানার্জী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সকল অতিথিবৃন্দের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন।
তালা অফিস থেকে নজরুল ইসলাম জানান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জির ৬১ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় বিবৃতিতে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরার পেশাজীবি সাংবাদিকদের শেষ আশ্রয়স্থল। তিনি একজন নম্র ভদ্র সৎজন সাংবাদিক হিসেবে সুনাম ছড়িয়ে আসছে। তার ৬১ তম জন্মদিনে দীর্ঘআয়ু সহ সুস্থতা কামনা করছি। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাব সভাপতি এস,এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো:বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক হাসান, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এস,এম আকরামুল ইসলাম, এড. কবির আহমেদ, বিএম বাবলুর রহমান, কার্যকরী সদস্য মো:বাহারুল ইসলাম, এসএম জহর হাসান সাগর, মো: আব্দুল মজিদ, মো: সোহাগ হোসেন মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন জোয়াদ্দার, মো: বোরহান উদ্দীন বিশ্বাস, মো: বাহারুল মোড়ল, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ সদস্য মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, খান আল-মাহবুব হুসাইন, মো: ফয়সাল হোসেন, মো: জিয়াউর রহমান, মো: আব্দুল্লাহ আল-মামুন, মো: সাগর মোড়ল, ইকরামুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট