আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা প্রতিবন্ধি স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে এবং স্বাস্থ্য-পরিবার কল্যান মন্ত্রনালয় ও সিবিএম এর সহযোগিতায় বুধবার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কমিটির মডারেটর ডা: সুদেষ্ণা সরকার।
প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারন প্রকল্প (পিআইএইচআরএস-২) এর জেলা ম্যানেজার আবুল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, একডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম, গোদাড়া প্রতিবন্ধি উন্নয়ন সংগঠনের সভানেত্রী মনিরা খাতুন, সম্পাদক মফিজুল ইসলাম, ডিপিও সদস্য আরশাদ আলী, সাইফুল ইসলাম, জয়ন্ত মন্ডল ও ডিআরআরএ প্রতিনিধি বরুণ কুমার সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিবন্ধি ব্যক্তিদের সাস্থ্য সেবা নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রধান, বিভিন্ন ক্ষেত্রে তাদের অগ্রাধিকার প্রদান, করোনা ভাইরাস, সামাজিক দূরত্ব, থেরাপি সেবা সহ সংশিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।